নিজস্ব প্রতিবেদন: স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিলেন এক রূপান্তরকামী তরুণী। শানভি পন্নুস্বামী নামে ওই রূপান্তরকামীর দাবি, তাঁকে চাকরি দিতে অস্বীকার করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদসংস্থা এএনআই-কে ওই শানভি পন্নুস্বামী বলেন, ''রূপান্তরকামীদের জন্য আলাদা শ্রেণি নেই বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। আমার যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে। তাহলে কি আমার লিঙ্গ পরিচিতিই সব?'' 


এয়ার ইন্ডিয়া থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর অন্য কোনও সংস্থায় আবেদন করেননি শানভি পন্নুস্বামী। তাঁর যুক্তি, রাষ্ট্র সংস্থাই রূপান্তরকামীকে চাকরি দিতে চাইছে না, তখন বেসরকারি সংস্থার কাছ থেকে কী প্রত্যাশা করব!''


আরও পড়ুন- এক দশক পর কুখ্যাত সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল দিল্লি পুলিস


তামিলনাড়ুর ত্রিরুছেন্দুরের বাসিন্দা শানভি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। মডেল, অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। এয়ার ইন্ডিয়ার সংস্থার গ্রাহক পরিষেবা বিভাগে চাকরির অভিজ্ঞতাও রয়েছে তাঁর। শানভির দাবি, তাঁকে চাকরি দিতে চেষ্টা করেছিলেন বিমানমন্ত্রকের সিনিয়র আধিকারিকরা। তবে তাঁরা ব্যর্থ হয়েছেন।