ওয়েব ডেস্ক: ভারতীয় রেলের অত্যাধুনিক যুগের প্রথম অধ্যায় শুরু হয়ে গিয়েছে। এখন চলছে পরীক্ষামূলক পর্যবেক্ষণ। সফল হলেই ভারতীয় রেল তার রূপ বদলের পথে পা রাখবে। বাইরে থেকে যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন দেখবে আম আদমি তখন মনে হবে এ যেন 'স্বপ্নের রেল'। একটু ছুঁয়ে দেখার ইচ্ছে। আর যখন চলবে? তখন চোখের পলকেই হুশ! এতই তার গতি। আর ভিতরটা যেন 'রাজমহল'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


একান্ত আপন আলাপচারিতায় বিজনেস ক্লাসের পরিষেবা থেকে মিলবে সুপার স্পেশ্যালিটি ফিচার্স। থাকছে টিভি। ট্যালগো। ট্রেনের ভিতরে বসেই মিলবে বিমান যাত্রার আমেজ। কাঠের খোলনলচে বদলে ট্রেনে এখন সোফা কাম ইজি চেয়ার সবই মিলবে।