নিজস্ব প্রতিবেদন: বিচ্ছিন্নতাবাদীদের ডাকা হরতালে প্রজাতন্ত্র দিবসে থমথমে ছিল শ্রীনগর। কড়া সেনা প্রহরার মধ্যেই এই প্রথম শ্রীনগর পুরসভায় উড়ল জাতীয় পতাকা। শনিবার সকালে পুরসভায় তেরঙ্গা উত্তলোন করেন নতুন মেয়র জুনেইদ আজিম মাট্টু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শাসকদলে গোষ্ঠীসংঘর্ষ, পঞ্চায়েত সমিতির সদস্যকে খুনের চেষ্টা


কাশ্মীরের মতো জায়গায় কোনও সরকারি আধিকারিকের এই ধরনের পদক্ষেপ বেশ বিপজ্জনক। তবে টুইটারে তাঁর ওই কাজের কথা তিনি ফলাও করে লিখেছেন। মাট্টু লিখেছেন, সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজ জাতীয় পতাকা উত্তলোন করলাম। জম্মু ও কাশ্মীর পুলিসের কুচকাওয়াজ দেখলাম।


উল্লেখ্য, ১৩ বছর পর গত বছর অক্টোবর মাসে শ্রীনগর পুরসভার নির্বাচন হয়েছে। খুব কম ভোটদাতা এবার ভোট দিতে বুথমুখি হয়েছিলেন। ভোট বয়কট করেছিল ন্যাশনাল কন্ফারেন্স ও পিডিপি। মাট্টু ন্যাশনাল কন্ফারেন্স ছেড়ে নির্দল হিসেবে মেয়র পদের জন্য লড়াই করেছিলেন।


আরও পড়ুন-মোবাইলে ছবি তুলতে গিয়ে, হাতির হানায় মৃত্যু বাংলাদেশের জাতীয় দলের প্রচার সচিবের


শনিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হয় জম্মুতে। প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান। সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে।