নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ত্রিপুরায় ১৩২ জনের রাজ্য কমিটির নাম ঘোষণা করেছে তৃণমূল। ২০২৩ সালের মার্চ মাসের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৈরি করা হয়েছে এই কমিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার দায়িত্বে থাকবেন। রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুবল ভৌমিককে। এছাড়াও ছয় সদস্যের কোর কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, আশীষ দাস, ভৃগুরাম রেয়াং, আশীষ লাল সিং, মামন খান। এছাড়াও কমিটিতে রয়েছেন ২৭ জন মহিলা সদস্য।


ত্রিপুরা রাজ্য কমিটিতে তফসিলি জাতি এবং উপজাতির প্রতিনিধিত্বের সংখ্যা লক্ষণীয়। ১৬ জন তফসিলি জাতি, ১৮ জন তফসিলি উপজাতি এবং ৩২ জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধির নাম রয়েছে তালিকায়। এছাড়াও কমিটিতে রয়েছেন ১৪ জন মুসলিম সদস্য।


১৩২ সদস্যের রাজ্য কমিটিতে ৮ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সচিব, ৭ জন যুগ্ম সম্পাদক এবং ৭২ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।


আরও পড়ুন: Viral video: পাত্র 'অশিক্ষিত', মালাবদলের পরই বিয়ে ভাঙলেন পাত্রী! কুর্নিশ সোশাল মিডিয়ার


এছাড়াও শুক্রবার তৃণমূল যুব কংগ্রেস গঠনের কথা ঘোষণা করা হয়। এর নেতৃত্বে থাকছেন রাজ্য সভাপতি সান্তনু সাহা। এদিকে মহিলা সংগঠনের নেতৃত্বে রয়েছেন রাজ্য সভাপতি পান্না দেব।


এছাড়াও এসসি সেলের নেতৃত্বে থাকছেন সঞ্জয় কুমার দাস এবং এসটি সেলের নেতৃত্ব হিসেবে থাকছেন মালিন জামাতিয়া।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)