ওয়েব ডেস্ক : এক ঘণ্টার মধ্যে পরপর তিনটি বিস্ফোরণ। আর তার জেরেই আতঙ্ক ছড়াল উত্তর-পূর্ব ভারতের ইম্ফল শহরে। যদিও, ঘটনায় এথনও হতাহতের কোনও খবর নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস জানিয়েছে, গতকাল রাত ৮টা নাগাদ হঠাত্‍ই বিস্ফোরণে কেঁপে ওঠে ইম্ফলের নাগারাম এলাকা। এক ব্যবসায়ীর বাড়িতে ঘটে বিস্ফোরণটি। অপর বিস্ফোরণটি ঘটে ওই এলাকারই একটি বাড়িতে। যদিও, অল্পের জন্য বেঁচে যান ৫৮ বছর বয়সী মিঙ্গাও রুইভানাও। তাঁর বাড়ির একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ফলে। তৃতীয় বিস্ফোরণটি ঘটে শহরের বুঙ্গায়ন এলাকায়। সেখানেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান কয়েকজন।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মনিপুরের ননি এলাকায় পরপর বিস্ফোরণে প্রাণ যায় এক পুলিসকর্মীর। আহত হন ১৪ জন।