নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় গিয়ে 'সহকর্মী'দের মুক্তির দাবিতে সকাল থেকে খোয়াই থানাতেই পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জামিন মঞ্জুর হওয়ার পর ছাড়েন থানা। দিনের শেষে পরিশ্রান্ত ও আহত কর্মীদের নিয়ে কলকাতায় ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,'ত্রিপুরায় গ্রেফতার হওয়া তৃণমূলের সব কর্মীদের জামিন মঞ্জুর হয়েছে। সত্যমেব জয়তে। তাঁদের নিয়ে কলকাতায় ফিরছি। চোট লেগেছে। চিকিৎসাও দেওয়া হয়নি।'তার পর তাঁর হুঁশিয়ারি,'বিপ্লব দেব সবরকম চেষ্টা করে নিন। কিন্তু পারবেন না। আমার কথাটা লিখে রাখুন।'  



তার আগে অভিষেক হুঁশিয়ারি দেন,'ত্রিপুরার সরকার যদি ভাবে ভয় দেখিয়ে দুটো পাথর মেরে তৃণমূলকে দমিয়ে রাখবে তাহলে এরা মুর্খের স্বর্গে বাস করছে। যত আঘাত করবে তৃণমূলের জেদ তত বাড়বে। নৈরাজ্য, অনাচার চলছে। মানুষ এক বুক স্বপ্ন নিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠা করেছিল। ১০০ বছর পিছিয়ে দিয়েছে ত্রিপুরাকে। আর ১৭ থেকে ১৮ মাস। বিপ্লববাবুর শেষের শুরু হয়ে দিয়েছে। বিজেপিকে কীভাবে হারাতে হয় তৃণমূল কংগ্রেস ভালো করে জানে। কহানি খতম। দেড় বছর পরিশ্রম করব। বিজেপির সরকারকে সমূলে উৎখাত করব।' 


 


আরও পড়ুন- Assam: রাইজর দলকে তৃণমূলে মিশিয়ে রাজ্য সভাপতি হোন, Akhil-কে প্রস্তাব Mamata-র!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)