নিজস্ব প্রতিবেদন: তিন বছরের মধ্যে ‘বিপ্লব’ আসবে, ত্রিপুরা হবে ভারতের ‘মডেল রাজ্য’। মানিকের বাম সরকারকে অপসারিত করে বিজেপি শাসনের শুরুতেই এই অঙ্গীকার নিয়েছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর সেই ‘মডেল রাজ্যে’র মুখ হবেন অলিম্পিয়ান দীপা কর্মকার, এমনটাই চাইছে ত্রিপুরা বিজেপি। আর্টিস্টিক জিমন্যাস্টিকসে সোনাজয়ী দীপাকে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চাইছেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দু'বছর বেপাত্তা ছিলেন কেন, জানালেন সোনাজয়ী দীপা ও তাঁর কোচ


ত্রিপুরা বিজেপি-র সম্পাদক প্রতিমা ভৌমিকের কথায়, “আন্তর্জাতিক মঞ্চে (তুরস্ক) সোনা জিতেছে দীপা। ওর সাফল্যে আমরা গর্বিত। ত্রিপুরা সরকারের কাছে আমাদের আবেদন দীপাকেই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হোক”।  


 আরও পড়ুন- ময়দানে ফিরেই বাজিমাত দীপার, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাঙালি তনয়া


রাজ্য নেত্রীর এই প্রস্তাবে সায় দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবেও। তাঁর কথায়, “শুধুমাত্র সোনা জয়ই নয়, ভারতের ক্রীড়া ইতিহাসে যে স্মরণীয় অধ্যায় দীপা লিখেছেন তার জন্য আমরা সকলে তাঁর কাছে চিরঋণী। গোটা পৃথিবীর মানুষ আজ ত্রিপুরাকে চেনে। তার কৃতিত্ব দীপার। সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের শৃঙ্গ জয় করেছে দীপা”।