নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ডেকে পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বুধবারই বিকেলে দিল্লি যাচ্ছেন বিপ্লব দেব। কী কারণে তাঁকে হঠাৎ দিল্লিতে তলব, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, যেভাবে ত্রিপুরায় তৃণমূল শক্তি বাড়াচ্ছে, সেই বিষয়ে বিপ্লব দেবের সঙ্গে আলোচনা করতে পারেন শাহ। এছাড়া ২০২৩-এ ত্রিপুরায় বিধানসভা ভোট রয়েছে। সেই ভোটকে সামনে রেখে প্রচারের কৌশল বাতলে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশে এ রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর, এবার তৃণমূলের টার্গেট ২০২৩-এর ত্রিপুরার বিধানসভা ভোট। বর্তমানে কার্যত সেখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন তৃণমূলের বিভিন্ন নেতা-নেত্রীরা। এরই মধ্যে একাধিকবার ত্রিপুরায় বিবাদে জড়িয়েছে তৃণমূল-বিজেপি। সেখানে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ অন্যান্য নেতাদের উপর আক্রমণের অভিযোগ করেছে এ রাজ্যের শাসকদল। তাঁদের গ্রেফতারও করেছে খোয়াই থানার পুলিস। ত্রিপুরায়  ছুটে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব নেতাদের জামিন করিয়ে কলকাতায় ফেরেন তিনি। 


আরও পড়ুন: Video: Himachal Pradesh-এ ভয়াবহ ধস, চাপা পড়ল যাত্রী বোঝাই বাস


আরও পড়ুন: Delhi: সংসদে Modi-র সঙ্গে বৈঠক, 'সৌজন্য সাক্ষাৎ' বলছেন Dhankhar, জল্পনা তুঙ্গে


একই সঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপির সরকার যদি ভাবে গাড়ি ভেঙে তৃণমূলকে আটকে রাখবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। এরা যত তৃণমূলের উপর আঘাত করবে, তত তৃণমূলের জেদ বাড়বে। ভারতের আইন কেন ত্রিপুরায় প্রয়োগ হবে না? আমাদের সহকর্মীদের গ্রেফতার করছে। অথচ জায়গায় জাগায় বিজেপির দুষ্কৃতীরা আক্রমণ করছে, তা পুলিসের চোখে দেখতে পারছে না। বেশি দিন এই সব চলবে না। বিপ্লব দেবের শেষের শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে কীভাবে হারাতে হয়, তৃণমূল তা জানে। দেড় বছরে যেভাবে লড়তে হয় তৃণমূল লড়বে। আর বিজেপিকে উপড়ে ফেলবে।"