Tripura: দেবাংশুদের উপরে `হামলা`, বিজেপিকে `ফ্যাসিস্ট` বলে তৃণমূলের পাশে CPM
অভিষেকের (Abhishek Banerjee) সুরেই বিজেপিকে নিশানা করে বিবৃতি জারি করল সিপিএম (CPM)।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় তৃণমূলের ছাত্র-যুব নেতানেত্রীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঘাসফুল শিবিরের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দাগল ত্রিপুরা সিপিএম। বিবৃতি জারি করে ঘটনার নিন্দা করা হয়েছে।
বিবৃতি দিয়ে সিপিএম জানিয়েছে,'আমবাসা ও ধর্মনগর শহরে তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী ও অফিসের উপর রাজ্যের শাসক দল বিজেপির দুর্বৃত্ত বাহিনীর ফ্যাসিস্টসুলভ আক্রমণের তীব্র নিন্দা করছে সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী। বিজেপি রাজত্বে ভারতের সংবিধানে প্রদত্ত মতপ্রকাশের, সংগঠন করার অধিকার ও আইন-গণতন্ত্রের কোনও অস্তিত্ব নেই। তা সমগ্র দেশবাসীর সামনে আবারও উন্মোচিত করেছে।'
শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে ধর্মনগরে গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। সেখানে লাঠি, রড দিয়ে তাঁদের উপরে হামলা করা হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। ঘটনায় বিজেপিকে নিশানা করে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন,'ত্রিপুরায় বিজেপির গুন্ডারা প্রকৃত রং দেখিয়ে দিয়েছে। তৃণমূল কর্মীদের উপরে বর্বরোচিত হামলা ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের গুন্ডারাজ প্রকাশ করে দিল। আপনাদের হুমকি ও আক্রমণ অমানবিকতার প্রমাণ। যা পারেন করুন। তৃণমূল এক ইঞ্চিও জমি ছাড়বে না।'
অভিষেকের সুরেই বিজেপিকে নিশানা করে বিবৃতি জারি করল সিপিএম। বলে রাখি, ত্রিপুরায় অভিষেকের গাড়িতেও লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল। ওই দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দিয়েছিলেন,'বিরোধী নেই বলে অত্যাচার করছে বিজেপি। বাম বা কংগ্রেসের অনেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, তাঁরা প্ল্যাটফর্ম খুঁজছিলেন। দলমত নির্বিশেষে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করতে চাইলে আপনারা তৃণমূলে এসে আমাদের হাত শক্তিশালী করুন। এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করব।'
আরও পড়ুন- ত্রিপুরায় বিকল্প TMC-ই, CPM ও Congress নেতা-কর্মীদের আসার আহ্বান Abhishek-র