নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় অভিষেকের সভা ঘিরে বিস্তর টানাপোড়েন দিনভর। শনিবার শেষবেলায় সভার অনুমতি দিল ত্রিপুরার হাইকোর্ট। যে রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার আগরতলার রবীন্দ্রভবনের সামনে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, ওই সভা পণ্ড করতে চেষ্টার কসুর করেনি ত্রিপুরা প্রশাসন। প্রথমে করোনা রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছিল, পরে সভাস্থল পরিবর্তন করতে হবে বলে নেতৃত্বকে চিঠি দেয় পুলিস। দুপুর ২টোয় আগরতলায় অবস্থান শুরু করেন তৃণমূল নেতা-কর্মীরা। পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ হয় দল। 


রাত সাড়ে ৯টায় তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্ট জানিয়ে দিল,রবীন্দ্রভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে পারবেন। তবে করোনার কারণে ৫০০ জনের বেশি থাকতে পারবেন না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করেন,''ত্রিপুরা হাইকোর্টের রায়। সরকার ও পুলিশের বাধা চক্রান্ত ছিল দিনভর। রাতে শুনানির পর রায়- রবিবার রবীন্দ্রভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। কোর্টের শর্ত- তৃণমূল 500 জনের বেশি রাখতে পারবে না। রাজ্য সরকারের আপত্তি গ্রাহ্য হয়নি।
অভিষেক আসছে। সভা হবে। (বানান ও বাক্যগঠন অসম্পাদিত)



আগরতলায় অভিষেকের সভা ঘিরে শুরু থেকেই তৃণমূল ও বিজেপি তরজা। অভিষেকের সভার অনুমতি দেয়নি পুলিস। পরে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে রবিবার অভিষেকের সভার দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।          


আরও পড়ুুন- TMC in Tripura: কুণালকে তলব আগরতলা পুলিসের, ফের হেনস্তার মুখে তৃণমূল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)