নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরার জয় নিশ্চিত হতেই টুইটারে নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন, এই জয় আদর্শের। রাজনৈতিক বিরোধী কংগ্রেস হলেও, আদর্শগতভাবে গেরুয়া শিবিরের বিরোধী বামপন্থীরা। সেই বাম রাজ্যেই গেরুয়া নিশান ওড়ানোর পর স্বভাবতই উচ্ছ্বসিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই উচ্ছ্বাস ফের চোখে পড়ল শুক্রবার ত্রিপুরার শপথগ্রহণ মঞ্চে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শপথপাঠ করেই নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিপ্লব দেব। সঙ্গে সঙ্গে তাঁকে বুকে টেনে জড়িয়ে নেন নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর বাঁধভাঙা আবেগই বলে দিচ্ছে, এই জয় কতটা কাঙ্ক্ষিত।



উত্তর-পূর্বের উন্নয়নে তাঁর সরকার কতটা দায়বদ্ধ সে কথা এদিন নিজের ভাষণে তুলে ধরেছেন নরেন্দ্র মোদী। কথা দিয়েছেন, রাজ্যকে সবরকম সহযোগিতা করবেন। উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছবে ত্রিপুরা।  


আরও পড়ুন- রাজনীতির উত্তাপের মাঝে সৌজন্যের রাজনীতি মানিক-মোদীর