Tripura: এবার আগরতলায় TMCP সদস্যদের উপর `হামলা`, `নিখোঁজ` এক ছাত্রী
ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষ্যে উত্তাপ বাড়ছে।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। এবার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উপর হামলার অভিযোগ। আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের অভিযোগ হামলার পর থেকেই নিখোঁজ সোলাঙ্কি সেনগুপ্ত নামে এক ছাত্রী।
আগামিকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এ রাজ্যের পাশাপাশি এবার ত্রিপুরাতেও একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। বিভিন্ন কলেজের সামনে অনুষ্ঠানের পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনানোরও ব্যবস্থা করা হয়েছে। সেজন্য শুক্রবার আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন TMCP-র সদস্যরা। তখনই হামলা হয় বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে আক্রমণের অভিযোগ।
আরও পড়ুন: COVID: কেরলে নাইট কার্ফু জারির নির্দেশ কেন্দ্রের, মহারাষ্ট্রে ফের সংক্রমণের বাড়বাড়ন্ত
তৃণমূলের দাবি, ঘটনার পর থেকেই সোলাঙ্কি সেনগুপ্ত নামে এক তৃতীয় বর্ষের পড়ুয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন ABVP। তাঁদের কাছে এই সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজের পাশেই পুলিস ফাঁড়ি। পুলিসে অভিযোগ করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। একযোগে বিজেপি এবং পুলিসের বিরুদ্ধে সরব তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "যত বিজেপির পা কাঁপছে তত হামলা বাড়ছে। আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সেনাপতিত্বে ত্রিপুরায় তৃণমূল ক্ষমতায় আসছে। তৃণমূল তো দূর তৃণমূল ছাত্র পরিষদের নামেই ভয় পাচ্ছে বিজেপি।"
আরও পড়ুন: Terror attack: Assam-এ বড়সড় জঙ্গি হানা, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মৃত এখনও ৫