Terror attack: Assam-এ বড়সড় জঙ্গি হানা, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মৃত এখনও ৫
ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির বিরুদ্ধে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: অসমের ডিমা হাসাও জেলায় বড়সড় জঙ্গি হামলা। বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির হানায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। গুরুতর আহত আরও এক।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডিমা হাসাও জেলার উমরাঙ্গসো লঙ্কা রোডে দাঁড়িয়ে বেশ কয়েকটি লরিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপর লরিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। লরিগুলোতে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ঘটনায় এখনও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলেই ওই লরিগুলোর চালক নয়ত খালাসি। খবর পেয়ে প্রত্যন্ত ওই এলাকায় যায় পুলিশ। শুরু হয় তদন্ত। অসম পুলিস সূত্রে খবর, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: 'দেশ কে মেন্টর' Sonu, যোগ দিচ্ছেন AAP- এ! কেজরিওয়াল সাক্ষাতে বাড়ল জল্পনা
Assam | Five people died after miscreants set ablaze seven trucks near Dismao village on Umrangso Lanka road in Dima Hasao last night; police investigation underway pic.twitter.com/7kCc4I9a6n
— ANI (@ANI) August 27, 2021
আরও পড়ুন: Kabul Blast: ISIS হানার নিন্দায় সরব বিশ্ব, সন্ত্রাসের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ের ডাক ভারতের
২০১৯-এর এপ্রিল মাসে তৈরি হয় ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (DNLA)। ডিমা হাসাও জেলাকে পৃথক রাজ্য করার দাবিতে সরব বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। মে মাসেই ডিমাসা DNLA-এর কয়েকজন সদস্যকে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরা। এরপর থেকেই পাল্টা জবাব দেওয়ার সুযোগ খুঁজছিল জঙ্গি সংগঠনটি।