নিজস্ব প্রতিবেদন: ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরে বিক্ষিপ্ত ভাবে হিংসার ঘটনা ঘটে চলেছে। সোমবার সোপিয়ানে এক ট্রাক চালককে গুলি করে মারল দুই জঙ্গি! এক বাগান মালিককেও প্রচণ্ড মারধর করে ওই জঙ্গিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোপিয়ানের শিরমাল গ্রামে ঘটনাটি ঘটেছে। জঙ্গিদের গুলিতে নিহত ট্রাক চালকের নাম শরিফ খান। জানা গিয়েছে, নিহত ট্রাক চালক রাজস্থানের ভরতপুর জেলার উবা গ্রামের বাসিন্দা। জঙ্গিদের হাত থেকে ওই ট্রাক চালককে বাঁচাতে যান স্থানীয় এক বাগান মালিক। তখন তাঁকেও প্রচণ্ড মারধর করে ওই জঙ্গিরা।



আরও পড়ুন: মেদিনীপুরে বিস্ফোরণে উড়ে গেল বেআইনি বাজি কারখানার ছাদ, মৃত ১


ওই জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, গান্ডেলবাল একালা থেকে সোমবারই দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। একটি একে-৪৭ রাইফেল-সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।