Uttarakhand Tunnel Collapsed: উত্তরকাশীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান টানেল, ভেতরে আটকে কমপক্ষে ৩৫
Uttarakhand Tunnel Collapsed: সাড়ে চার কিলোমিটার লম্বা টানেলেন মধ্যে ১৫০ মিটার অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিস সুপার অর্পণ যদুবংশী। ধীরে ধীরে ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা, জাতীয় সড়ক নির্মাণ কর্মীরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভেঙে পড়ল নির্মীয়মান টানেলের একাংশ। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৩৫ জন নির্মাণকর্মী ওই টানেলের মধ্যে আটকে পড়েছেন। ব্রহ্মমাকাল-যমুনেত্রী জাতীয় সড়কের উপরে সিলকাইরা ও ডান্ডাগাঁওয়ের মধ্যে একটি জায়গায় টানেলটি রবিবার ভোরে টানেলের একাংশ ভেঙে পড়ে। আটকপড়ে নির্মাণকর্মীদের উদ্ধারে কাজ শুরু করে দিয়েছে এনডিআরএফ ও অন্যান্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।
আরও পড়ুন-সেনাবাহিনীর সঙ্গে দশম দীপাবলি পালন মোদীর, এবার লেপচায়
উত্তরকাশী পুলিস সূত্রে খবর, রবিবার ভোর চারটে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। সাড়ে চার কিলোমিটার লম্বা টানেলেন মধ্যে ১৫০ মিটার অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিস সুপার অর্পণ যদুবংশী। ধীরে ধীরে ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা, জাতীয় সড়ক নির্মাণ কর্মীরা।
অর্পণ যদুবংশী বলেন, সিলকাইটা টানেল যেখানে শুরু হয়েছে তা ২০০ মিটার পরে একটি অংশ ভেঙে পড়েছে। এখওপর্যন্ত জানা যাচ্ছে ৩৫ জন শ্রমিক ওই টানেলে আটকে রয়েছেন। এখনওপর্যন্ত কারও মৃত্যুর খবর নেই। আশা করছি খুব শীঘ্র আটকেপড়া মানুষজনকে উদ্ধার করতে পারব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)