নিজস্ব প্রতিবেদন: সলিসিটর জেনালের তুষার মেহতার বাড়িতে শুভেন্দু অধিকারীর যাওয়া নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়াল তৃণমূল। প্রথমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে গিয়ে তুষার মেহতার অপসারণের দাবি জানাল রাজ্যের শাসক দল। এরপর সরাসরি সলিসিটর জেনালেরের বিরুদ্ধে বার কাউন্সিলের নিয়মভঙ্গের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রথমে তুষার মেহতার বিরুদ্ধে অভিযোগ জানায় তৃণমূলের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের সলিসিটর জেনারেলকে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি প্রশ্ন করেন, নারদা স্টিং অপারেশন কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কীভাবে সলিসিটর জেনারেলের অনুমতি ছাড়া তাঁর সরকারি বাসভাবনে ঢুকলেন? এরপরই তুষার মেহতার পদত্যাগের দাবি জানান তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, নারদে অভিযুক্তের সঙ্গে সরকারি বাসভবনে দেখা করে অপরাধ করেছেন সলিসিটর জেনালের। এই ঘটনা বার কাউন্সিলের নিয়মবিরুদ্ধে।



আরও পড়ুন:একটি গাছেই ১২১ প্রজাতির আম! ম্যাজিক দেখাল উত্তরপ্রদেশের শাহরানপুর


আরও পড়ুন: চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের ভারতরত্ন দেওয়া হোক, Modi-কে চিঠি দিলেন Kejriwal


এখানেই শেষ নয়, তুষার মেহতার বাড়িতে শুভেন্দু যাওয়া প্রসঙ্গে আগেই সলিসিটর জেনারেলের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও টুইটে সেই দাবি করেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই দাবিকে সামনে রেখে সিসি ক্যামেরা ফুটেজ গড়মিল করারও আশঙ্কা প্রকাশ করেন সুখেন্দুশেখর রায়।