নিজস্ব প্রতিবেদন: তিন জন দুষ্কৃতী  ধাওয়া করে গুলি করল এক সাংবাদিককে। ঘটনাস্থলেই প্রাণ হারালেন সাংবাদিক। ফের এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকলো যোগী রাজ্য। পুলিসের তরফে জানানো হয়েছে, সম্পত্তিগত বিবাদের জেরেই ওই বেসরকারি সংবাদমাধ্যমের সাংবাদিককে গুলি করেছে দুষ্কৃতীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল রাত ৯ টা নাগাদ উত্তর প্রদেশের বালিয়া জেলায় তাঁর বাড়ির কাছেই তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ৪২ বছর বয়সী ওই মৃত সাংবাদিকের নাম রতন সিং।  সম্পত্তিগত বিবাদের জেরে খুন, এ কথা মানতে নারাজ রতনের বাবা বিনোদ সিং। তাঁর কথা অনুযায়ী কোনও সম্পত্তিগত বিবাদ নেই। পুলিস ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা করছে। 


আরও পড়ুন- করোনা প্রচার থেকে অনলাইন পড়াশোনার খোঁজখবর, ঢ্যাড়া পিটিয়ে গ্রাম ঘুরল তরুণের দল


তবে পুলিসের সাফ কথা রতন সিংয়ের গ্রামের বাড়ি নিয়েই অভিযুক্তদের সঙ্গে বিবাদ চলছিল। তার জেরেই এই ঘটনা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অভিযুক্তরা। পুলিস আধিকারিকদের কথা অনুযায়ী, ৪২ বছর বয়সী ওই সাংবাদিক গতকাল গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকেই দুষ্কৃতীরা তাড়া করে গুলি করেছে তাঁকে।