ওয়েব ডেস্ক: ভারতের জাতীয় কংগ্রেসই হোক বা রাহুল গান্ধী, কপিল সিব্বল 'অনুসরণ' করছিলেন না কোন পক্ষকেই। আসলে রবিবার সন্ধ্যার দিকে হঠাতই দেখা যায়, কংগ্রেসের এবং রাহুল গান্ধীর অফিসিয়াল টুইট্যার হ্যান্ডেলকে 'আনফলো' করেছেন সিব্বল। অবশ্য তার কিছুক্ষণ পরেই পুনরায় 'ফলো' করতে শুরু করেন দেশের প্রাক্তন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। 'আনফলো' করার বিষয়টি নজরে আসতেই জল্পনার ঢেউ ওঠে রাজনৈতিক মহলে। কারণ, কিছুদিন আগে যখন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলা দল ছাড়েন তার আগে তিনিও টুইট্যারে রাহুল গান্ধীকে 'ফলো' করা বন্ধ করেন। ফলে, সিব্বল 'আনফলো' করতেই বিভিন্ন মহলে তাঁর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।


কিন্তু সেসব জল্পনায় জল ঢেলে আপাতত কপিল সিব্বল জানিয়ে দিয়েছেন, ভুল হয়ে গেছে বিলকুল। নেহাতই ভুল করে এমনটা করে ফেলেছেন তাঁর অফিসে কর্মরত কোনও নবীন এবং বিষয়টি নজরে আসতেই তিনি পুনরায় 'ফলো' করা শুরু করেছেন। উল্লেখ্য, এই একই জল্পনা পি চিদাম্বরমকে নিয়েও তৈরি হয়েছিল সম্প্রতি।