ওয়েব ডেস্ক: এভারেস্টে উদ্ধার অভিযানে অবশেষে দুটি দেহের হদিশ মিলেছে। বৃহস্পতিবার ভোরে বেসক্যাম্প থেকে রওনা হন ছজন শেরপা। হেলিকপ্টারে নামেন ক্যাম্প টুতে। মৃত সুভাষ পাল ও তাঁর নিখোঁজ দুই সঙ্গীর সন্ধানে এগোতে থাকেন ওপরের দিকে। বেসক্যাম্প থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস।  খবর আসে, জেনেভা স্পারের একটু নীচে একটি দেহ দড়ি থেকে ঝুলতে দেখা গেছে।


ওই দুটি দেহের মধ্যে একটি গৌতম ঘোষের বলে দাবি শেরপাদের। অন্যটি সনাক্ত হয়নি। দেহটি সুভাষ পাল বা পরেশ নাথের মধ্যে একজনের বলে মনে করা হচ্ছে। আবহাওয়া খারাপ থাকায়, বৃহস্পতিবার ধৌলাগিরি থেকে কাঠমান্ডু আনা যায়নি রাজীব ভট্টাচার্যের দেহ। আজ আবার দেহ উদ্ধারের চেষ্টা চালানো হবে।