ওয়েব ডেস্ক: শনিবার সাত সকালেই সেনাবাহিনীর উপরে হামলা চালাল জঙ্গিরা। গুলিতে শহিদ ৪ জওয়ান সহ মোট ৮ নিরাপত্তা কর্মী। নিহতদের মধ্যে রয়েছেন ৪ সিআরপিএফ জওয়ান,  রাজ্য পুলিশের ১ কনস্টেবল ও জম্মু-কাশ্মীর স্পেশাল পুলিশ ফোর্সের ৩ জওয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন ভোর সাড়ে চারটে নাগাদ কাশ্মীরের পুলওয়ামায় ডিস্ট্রিক্ট পুলিশ লাইনে ঢুকে পড়ে বেপরওয়া গুলি চালাতে থাকে জঙ্গিরা। গুলিতে মারাত্মক আহত হন ৫ সিআরপিএফ জওয়ান ও বেশ কয়েকজন পুলিশ কর্মী। হামলার পরেই জঙ্গি সাফাই অভি‌যানে নামে সিআরপিএফ, সেনা ও রাজ্য পুলিশের কর্মীরা।  দুপুরের দিকে মারা ‌যান ৩ সিআরপিএফ জওয়ান ও এক রাজ্য পুলিশের কনস্টেবল। পরে গুলির লড়াইয়ে মারা ‌যান বাকীরা।



সেনা সূত্রে খবর, পুলিশ লাইনে লুকিয়ে রয়েছে ২-৩ জন জঙ্গি। তাদের বের করে আনার জন্য পুলিশ লাইন ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ লাইনের আবাসনের ‌যে দুটি ব্লকে ওইসব জঙ্গিরা লুকিয়ে ছিল তা চিহ্নিত করা হয়। শুরু হয় গুলির লড়াই। দুপুরের দিকে এক জঙ্গির মৃত্যু হয়। বিকাল পাঁচটা নাগাদ এক জঙ্গির দেহ উদ্ধার করে। আরও এক জঙ্গির মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।


আরও পড়ুন-ফের বাংলা-ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের পূর্বাভাস