সেনার `অল আউটে` খতম লস্করের দুই জঙ্গি
উপত্যকায় সক্রিয় রয়েছে ২৫০-২৭০ জন জঙ্গি, জানাল সেনাবাহিনী।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে দুই জঙ্গিকে খতম করল সেনা। এদিন কুলগামের ছাদ্দেরে সেনার নজরদারি বাহিনীর উপরে অতর্কিতে হামলা করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা। গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা করেছে প্রশাসন। দুদিন আগে অনন্তনাগে এক আইএস সন্ত্রাসবাদীকে নিকেশ করে সেনা।
২৮ জুন শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগে জাতীয় সড়কে নজরদারি চালাচ্ছিল জম্মু-কাশ্মীর পুলিস, সেনা ও আধা সামরিক বাহিনী। তখনই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেনা পাল্টা জবাবে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবার দুই জঙ্গি।
সেনা জানিয়েছে, উপত্যকায় সক্রিয় রয়েছে ২৫০-২৭০ জন জঙ্গি। আরও ৩০ জঙ্গি অনুপ্রবেশ করে ঢোকার অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার জম্মু-কাশ্মীরে সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। এরপরই জোরকদমে শুরু হয়েছে জঙ্গি নিকেশ অভিযান।
আরও পড়ুন- নিজেদের সমঝোতাই অস্বীকার করছে বিজেপি, অমিতকে বিঁধে বিস্ফোরক মেহবুবা