ওয়েব ডেস্ক : দুই যুবক। দুজনই বিয়ের সাজে। বিয়ে করলেন একে অপরকে। মধ্যপ্রদেশের ইন্দোরের স্থানীয় বাসিন্দারা সাক্ষী রইলেন এমনই 'আজব' ঘটনার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই ইন্দোরে। গরমে হাঁসফাঁস দশা। তাই বৃষ্টিদেব ইন্দ্রকে খুশি করতেই নাকি এমন বিয়ের সিদ্ধান্ত! জানিয়েছেন বিয়ের উদ্যোক্তা রমেশ। তাঁর মতে, বর্তমানে পৃথিবীর অনেক দেশেই সমকামী সম্পর্ক ও বিয়ে স্বীকৃত। আর তাই বৃষ্টি দেবতাকে তুষ্ট করতে তাঁর মাথায় আসে এমন ভাবনা। "কনে ছাড়া বিয়ে।"


রীতিমত বলিউডি মশালাদার গানের তালে ব্যান্ড বাজিয়ে নাচ করতে করতে 'বারাত' আসে। বিয়ের সনাতন পোশাক পরে, মালা গলায় স্থানীয় যুবক সাকারাম ও রাকেশকে বিয়ের সব রীতি-আচার পালন করতে দেখা যায়। আগ্নিসাক্ষী রেখে 'গাঁটছড়া' বাঁধেন। এমনকী, 'ফেরে'ও করেন তাঁরা।


এরপর ইন্দোরে বৃষ্টির ঘাটতি কমবে কিনা জানা নেই, তবে শোনা গেছে বিয়ের সময় নাকি বৃষ্টি হয়েছে। বিয়ের পর দুই যুবকই আবার যে যাঁর বাড়িতে নিজেদের স্ত্রীর কাছে ফিরে যান।


আরও পড়ুন, ৪টে পা, ২টি যৌনাঙ্গ নিয়ে রাজস্থানে জন্ম নিল এক 'অদ্ভুতদর্শন' শিশু (Video)