ওয়েব ডেস্ক : ২৭ ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও অধরা পাম্পোরে লুকিয়ে থাকা ২ জঙ্গি। সেনা সূত্রে খবর, ২ জঙ্গিকে সরকারি ভবনে কোণঠাসা করে ফেলেছে জওয়ানরা। দুদিক থেকে রকেট হামলা করে জঙ্গি নিকেষের চেষ্টা চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল শ্রীনগর থেকে ২০ কিলোমিটার দূরে EDI বিল্ডিংয়ে ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। গুলির শব্দ আর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। আগুন ধরিয়ে দেওয়া হয় EDI বিল্ডিংয়ে। সরকারি এই ভবনে চলে ভোকেশনাল ট্রেনিং সেন্টার। তবে ইন্সটিটিউট বন্ধ থাকায় ভবনটি ফাঁকা ছিল। প্রাথমিক অনুমান, উরির মতই হামলার জন্য ঝিলম নদী পেরিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা।


আরও পড়ুন, ফের বড়সড় জঙ্গিহানা জম্মুতে, আহত এক সেনা জওয়ান