ফের বড়সড় জঙ্গিহানা জম্মুতে, আহত এক সেনা জওয়ান
ফের জঙ্গিহানা জম্মু ও কাশ্মীরে। গতকালই ভারতের গোয়েন্দা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন করে সংসদ ভবন সহ একাধিক জায়গায় হামলা চালাতে পারে জইশ-এ-মহম্মদ সহ একাধিক জঙ্গিগোষ্ঠী। ভারতের সার্জিকাল স্ট্রাইকের বদলা নিতেই বেনজির হামলা চালানোর ছক কষছে মাসুদ আজহারের এই জঙ্গিগোষ্ঠী বলে সেই রিপোর্টে জানানো হয়েছে।
ওয়েব ডেস্ক : ফের জঙ্গিহানা জম্মু ও কাশ্মীরে। গতকালই ভারতের গোয়েন্দা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন করে সংসদ ভবন সহ একাধিক জায়গায় হামলা চালাতে পারে জইশ-এ-মহম্মদ সহ একাধিক জঙ্গিগোষ্ঠী। ভারতের সার্জিকাল স্ট্রাইকের বদলা নিতেই বেনজির হামলা চালানোর ছক কষছে মাসুদ আজহারের এই জঙ্গিগোষ্ঠী বলে সেই রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন- উত্সবের মাঝেই সংসদ ভবন সহ একাধিক জায়গায় জঙ্গি হানার আশঙ্কা
সেই রিপোর্টের ভিত্তিতে তল্লাশি চালানোর মুখেই জম্মু ও কাশ্মীরের পাম্পোরে হামলা চালালো জঙ্গিরা। সেখানকার একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে বলে খবর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে শুরু জোর গুলির লড়াই। ইতিমধ্যেই ১ জন সেনা জওয়ান সংঘর্ষে আহত হয়েছেন বলে খবর। সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে। জঙ্গিদের নিকেশ করার চেষ্টা চলছে জোর কদমে।
#WATCH Encounter between security forces and terrorists underway at EDI building in Pampore (J&K) (Visuals deferred by unspecified time) pic.twitter.com/EUC3p74YFA
— ANI (@ANI_news) October 10, 2016