ওয়েব ডেস্ক:  রাজ্যে চোলাই ব্যবসার রমরমা রুখতে বড়সড় আইন আনতে চলেছে যোগী সরকার। চোলাই মদ খেয়ে কারোর মৃত্যু হলে প্রস্তুতকারক ও সরবরাহকারীর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।  'দ্য হিন্দু'-তে প্রকাশিত খবর অনুযায়ী বিধানসভায় ইতিমধ্যে এই আইন সম্মতি পেয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাসকদলের এক নেতা জানাচ্ছে, বিগত কয়েক বছর ধরেই উত্তরপ্রদেশে চোলাই ব্যবসার রমরমা দেখা দিয়েছে। চোলাই খেয়ে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই যোগী সরকার বিশেষ আইন আনতে চলেছে।



১৯১০ সাল থেকে উত্তরপ্রদেশে যে আবগারি আইন প্রচলিত রয়েছে, তাতে বড়সড় বদলের সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ। বিধানসভাতেও এনিয়ে বিস্তর আলোচনা হয়ে গিয়েছে। বিধানসভার তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, একটি নির্দিষ্ট পরিস্থিতিতে সব দিক খতিয়ে দেখে মনে হলে একজন চোলাই প্রস্তুতকারীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে। না হলে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই আইন এলে, তা যুগান্তকারী হবে বলেই মনে করছে অভিজ্ঞমহল।