ওয়েব ডেস্ক: ২০১৬ সালে ধাক্কা খাওয়ার পর এবার কোমর বেঁধে নামছে উবের। মার্কিন এই সংস্থার ক্যাব পরিষেবার কথা আমরা সবাই জানি। তবে এবার সংস্থা আনছে অটো। অর্থাৎ এবার মোবাইল অ্যাপ থেকেই ডেকে নিতে পারবেন অটো। সময়মতো পৌঁছে ‌যাবেন গন্তব্যে। আপাতত এই পরিষেবা চালু হচ্ছে বেঙ্গালুরু ও পুণেতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, ইতিমধ্যেই অটোর বাজারে নেমেছে ওলা। তারা অবশ্য ওই পরিষেবা ২০১৪ সালেই চালু করেছে দেশের ৭৩টি শহরে। ১ লাখ ২০ হাজার অটো এখন ওলা-র সার্ভিস দিচ্ছে।
আরও পড়ুন-'গৃহহীন' হতে পারেন প্রণব, মনমোহন, বাজপেয়ীরা


 


উবের-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দেশের বহু শহরে অটো জনপ্রিয়। ‌যাত্রীদের পছন্দের কথা ভেবে আমরা বেঙ্গালুরু ও পুণেতে অটো সার্ভিস চালু করছি। এই পরিষেবা আমরা ফের চালু করছি।‘ প্রসঙ্গত এর আগে উবের দিল্লি, কোয়েম্বাতুর, ইন্দোর ও ভূবনেশ্বরে অটো সার্ভিস চালু করা চেষ্টা করেছিল। কিন্তু তা ব্যর্থ হয়।


সংস্থার তরফে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, উবের ক্যাবের মতোই উবের অটোতে বিভিন্ন 'সেফটি ফিচারস' থাকবে। যাত্রীরা ভাড়া মেটাতে পারবেন ক্যাশ, পেটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ডে।