নিজস্ব প্রতিবেদন: একটু সময় নিয়েই আজ মন্ত্রিসভা সম্প্রসারণ করছেন উদ্ধব ঠাকরে। আজ শপথ নিতে পারেন মোট ৩৬ মন্ত্রী। কিন্তু কার থেকেও বড় খবর হল উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ার। মন্ত্রী করা হতে পারে আদিত্য পাওয়ার ও এনসিপি নবাব মালিককে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'কিছু লোক শুধু কচু আর গরু-ই চেনে', দিলীপকে কটাক্ষ সেলিমের


কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট সংবাদমাধ্যমে জানিয়েছেন, কংগ্রেস থেকে মন্ত্রী হচ্ছেন ১২ জন। এদের মধ্যে ১০ জনই পূর্ণ মন্ত্রী হবেন।  প্রসঙ্গত, গত ২ সপ্তাহ ধরেই মন্ত্রীত্ব ভাগাভাগি নিয়ে বৈঠকে করছিলেন শিবসেনা, কংগ্রেস ও এনসিপি নেতারা।  বেশ কয়েক দফা বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের ব্যাপারে ঐক্যমত হয়েছে।



আরও পড়ুন-কাজ করা সত্ত্বেও কেন মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ, পুরুলিয়ায় দলের নেতাদের ওপরে ক্ষোভ উগরে দিলেন মমতা


সূত্রের খবর, ১৬ জনকে মন্ত্রী  করা হতে পারে এনসিপি থেকে। অন্যদিকে, শিবেসনা থেকে ১৫ ও কংগ্রেস থেকে ১২ জনেকে মন্ত্রী করা হতে পারে।  তবে সবথেকে বড় চমক, উপমুখ্যমন্ত্রী করা হতে পারে শরদ পাওয়ারের বিদ্রোহী ভাইপো অজিত পাওয়ারকে। মন্ত্রীত্ব পেতে পারেন কংগ্রেস নেতা অশোক চহ্বণ।