নিজস্ব প্রতিবেদন: মোদী জমানায় বিজেপিকে বরাবরই অস্বস্তিতে রাখেন এনডিএ-র অন্যতম শরিক শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে। রাম মন্দির ইস্যুতে কখনও মোদী সরকারকে ‘কুম্ভকর্ণ’ বলে বিদ্ধ করা, কখনও বা সংরক্ষণ নিয়ে বিজেপিকে তুলোধনা করা, সংসদ এবং সংসদের বাইরে মোদী সরকারের বিরুদ্ধে বরাবরই মুখর থেকেছে তাঁর দল। এবার আরও একটু গলা চড়ালেন শিবসেনা সুপ্রিমো। একেবারে রাহুল গান্ধীর মুখের ‘শব্দবন্ধনী’ কেড়ে নিয়ে নরেন্দ্র মোদীকে বিঁধলেন উদ্ধব। তাঁর মুখেও শোনা গেল, 'চৌকিদার চোর'!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ISI-এর অনুমোদনহীন হেলেমেটে নিষেধাজ্ঞা কেন্দ্রের, আইন ভাঙলে ২ বছরের জেল


সম্প্রতি মহারাষ্ট্রে বিজেপি সরকারের বিরুদ্ধে নানা ইস্যুর প্রতিবাদে ‘রাজ্য সফর’ কর্মসূচি গ্রহণ করেছে শিবসেনা। তেমনই, সোমবার মহারাষ্ট্রের সোলাপুর জেলার পন্ধরপুরে এক জনসভায় গিয়ে কেন্দ্রের সমালোচনা করেন উদ্ধব ঠাকরে। কৃষকদের সমস্যার কথা বলতে গিয়ে উদ্ধব গল্পের ছলে বলেন, “এক বার এক চাষি লেবু গাছ এনে আমায় দেখিয়ে বলেন, লেবু গাছে মড়ক ধরেছে, যে গাছ নাকি কীটনাশক হিসাবে পরিচিত। এমন ঘটনা জীবনে কোনওদিন দেখিনি।” উদ্ধব তাঁর উত্তরে বলেছিলেন, “এখন চৌকিদারই চোর হয়ে গিয়েছে।” উল্লেখ্য, রাফাল নিয়েই রাহুল গান্ধীকে বারংবার ‘চৌকিদার চোর’ শব্দটি শোনা গিয়েছে।


আরও পড়ুন- রাস্তা - পার্ক আটকে নমাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করল যোগীর পুলিস


এ দিন রাফাল প্রসঙ্গও টেনে আনেন উদ্ধব ঠাকরে। ৫৮ বছর বয়সী ওই নেতা বলেন, “রাফাল নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। কিন্তু জানি না কীভাবে কেন্দ্রকে ‘বেকসুর’ ঘোষণা করল সুপ্রিম কোর্ট। কিন্তু এটা জানি, জওয়ানদের জন্য বেতন বাড়ানোর আর্জি খারিজ করে দিয়েছে কেন্দ্র।” সম্প্রতি রাম মন্দির তৈরি নিয়ে মোদী সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করছে শিবসেনা। পাশাপাশি সেনা ১৯-এর নির্বাচনে বিজেপির সঙ্গ ছেড়ে একা লড়ার হুঁশিয়ারি দিয়েছে। এমনকি বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়ের কংগ্রেসের জয়ে ভোটারদের শুভেচ্ছা জানিয়েছে সেনা।  ভোটারদের সিদ্ধান্তকে 'সাহসিক পদক্ষেপ' বলে উক্তি উদ্ধবের।