নিজস্ব প্রতিবেদন: শেষকৃত্য সম্পন্ন করতে গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে তা শ্মশানে নিয়ে গেলেন ছেলে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে সোমবার উত্তরপ্রদেশের আগ্রায় (Agra)। বাবা মারা গিয়েছেন হাসপাতালে। করোনায় আক্রান্ত (Covid-19 cases) হয়েই মারা গিয়েছেন তিনি। তাই হাসপাতালে বারবার তদ্বির করেও মেলেনি শববাহী কোনও যান বা অ্যাম্বুলেন্স । শেষ পর্যন্ত বাবার শেষকৃত্য (last rites) সম্পন্ন করতে গাড়ির ছাদে মৃতদেহ বেঁধে শ্মশানে (crematorium) গেলেন মরিয়া ছেলে! চার চাকা গাড়ির মাথায় বাঁশের মাচা সমেত মৃতদেহটিকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। 


এ ছবি দেখে শিউরে উঠছেন মানুষ। দেশে যেন মড়ক লেগেছে! হ্যাঁ, মড়কই তো! আগে মানুষ দেখেছে মহামারী। এ তো তার চেয়েও শক্তিশালী। এ হল অতিমারী। ফলে অতিমারীর অভিজ্ঞতা তো আরও কঠোর আরও করুণই হওয়ার কথা। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। সেই ধাক্কার মধ্যেই দেশ জুড়ে হাহাকার-- হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে (collapsing health infrastructure) পড়েছে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটু অক্সিজেনের অভাবে তিলে তিলে মরছেন সাধারণ মানুষ।


আরও পড়ুন: COVID-র দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী কমিশন, খুনের মামলা করা উচিত: মাদ্রাজ হাইকোর্ট


গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শুনিয়েছে যোগী সরকারকে। হাসপাতালের বেড বা অক্সিজেনের ঘাটতি কোথাও নেই বলেই প্রচার চালানো হয়েছে। ঠিক তার পরেই সোমবার আগ্রায় এমন দৃশ্য। আগ্রায় করোনা পরিস্থিতি খুবই খারাপ। শেষ ৯ দিনে এখানে ৩৫ জন মারা গিয়েছেন। প্রতিদিন গড়ে ৬০০ করে নতুন আক্রান্ত হচ্ছেন। একদিনে ৫ জনও মারা গিয়েছে আগ্রায়। 


Social activist Yogesh Malhotra বলেছেন, আগ্রায় করোনা আক্রান্তের সংখ্যা এবং করোনা-মৃতের সংখ্যা-- দুই-ই লাফিয়ে বাড়ছে। Samajwadi Party-র district president Ramgopal Baghel অবশ্য এই পরিস্থিতির জন্য উত্তরপ্রদেশ সরকারকেই দায়ী করেছেন।


আরও পড়ুন: ব্যর্থতা-হৃদয়হীনতা ঢাকতে Modi-র জনপ্রিয়তা ও বাকপটুতা কাজে লাগছে না: Nirmala-র স্বামী