COVID-র দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী কমিশন, খুনের মামলা করা উচিত: মাদ্রাজ হাইকোর্ট

২ মে ভোটগণনাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। 

Updated By: Apr 26, 2021, 01:45 PM IST
COVID-র দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী কমিশন, খুনের মামলা করা উচিত: মাদ্রাজ হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: কোভিড পরিস্থিতিতেও ভোট পরিচালনা ও রাজনৈতিক সভার অনুমোদন দেওয়ায় নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও সেন্থিকুমার রামমূর্তির বেঞ্চ জানাল, কোভিড-১৯-র (COVID-19) দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশন (Election Commission)। শুধু তাই নয় নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা করা উচিত বলেও মনে করেন প্রধান বিচারপতি। 

মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও সেন্থিকুমার রামমূর্তির বেঞ্চের পর্যবেক্ষণ,''আজকের পরিস্থিতির জন্য দায়ী নির্বাচন কমিশন। আপনাদের আচরণে দায়িত্ববোধে অভাব ছিল। কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিচ্ছে আদালত। অথচ রাজনৈতিক রাজনৈতিক দলগুলি বিধিভঙ্গ করলেও কোনও ব্যবস্থায় নেননি।''প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেন,''আপনাদের আধিকারিকদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা করা উচিত।''         

২ মে ভোটগণনাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। বেঞ্চ জানিয়েছে,''২ মে-র মধ্যে কোভিডবিধি মেনে গণনার নীলনকশা দিতে হবে নির্বাচন কমিশনকে। নচেৎ ভোটগণনাই স্থগিত করে দেওয়া হবে। কোনওভাবেই ভোটগণনাকে কোভিড সংক্রমণ বৃদ্ধির অনুঘটক হতে দেব না। জনস্বাস্থ্যই অগ্রাধিকার। হতাশাজনক, এটা সাংবিধানিক সংস্থাগুলিকে মনে করিয়ে দিতে হচ্ছে।''

আরও পড়ুন- 'বিপদের ত্রাতা ভারতকে সাহায্য', মতবদল Biden-র; 'পাশে আছি', জানালেন Kamala

.