উবের চালকের `ডরমেন্ট` ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭ কোটি টাকা
উবের চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭ কোটি টাকার সন্ধান পেল আয়কর দফতর। ব্যাঙ্ক অফ হায়েদরাবাদের একটি অ্যাকাউন্টে ওই বিপুল পরিমান টাকার হদিশ পাওয়া গেছে। এই টাকা কোথা থেকে এল সামন্য একজন গাড়ির চালকের কাছে সেটাই আপাতত ভাবাচ্ছে দুঁদে অফিসারদের।
ওয়েব ডেস্ক: উবের চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭ কোটি টাকার সন্ধান পেল আয়কর দফতর। ব্যাঙ্ক অফ হায়েদরাবাদের একটি অ্যাকাউন্টে ওই বিপুল পরিমান টাকার হদিশ পাওয়া গেছে। এই টাকা কোথা থেকে এল সামন্য একজন গাড়ির চালকের কাছে সেটাই আপাতত ভাবাচ্ছে দুঁদে অফিসারদের।
আরও পড়ুন- নোট সমস্যার মধ্যে ক্রিসমাসে চমক বেঙ্গালুরুতে
গত ৮ই সেপ্টেম্বর দেশ জুড়ে চলতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার আগের দিনই ওই উবের চালকের অ্যাকাউন্টে ঢুকেছে বিপুল পরিমান টাকা। আর এখানেই সন্দেহ দানা বাঁধছে আয়কর আধিকারিকদের। ওই চালককে গ্রেফতার করে হলে তিনি কোনও রকম সদুত্তর দিতে পারেননি বলে জানা যাচ্ছে সূত্র মারফত্। প্রসঙ্গত, দীর্ঘ দিন ব্যবহার না করার জন্য 'ডরমেন্ট' হয়ে পড়েছিল ওই অ্যাকাউন্টটি।