ওয়েব ডেস্ক:  দিন পনেরো আগের কথা। হঠাত্‍ই কলকাতার পোস্তা এলাকার ব্যস্ত রাস্তায় ভেঙে পড়েছিল নির্মীয়মান উড়ালপুল। সেই উড়ালপুলের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছিলেন ২৭ জন। এতটা ভয়াবহ না হলেও রবিবার সকালে পোস্তার ছবিই দেখল লখনউয়ের আলমবাগ। ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রোর পিলার।  


লখনউয়ের আলমবাগের সর্দারি খেরা এলাকায় একটি মেট্রোর ব্রিজ তৈরির কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাত্‍ই ওই মেট্রো পিলার ভেঙে পড়ে। সূত্রের খবর এই দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে কর্মরত এক শ্রমিকের। আহত হয়েছেন ৮ জন।  এছাড়া তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।