ওয়েব ডেস্ক : দিল্লির দূষণ, ধোঁয়াশার জাল, বিষের আস্তরণ। রাজধানীর পরিস্থিতি নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করল UNICEF। প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে দিল্লির শিশুদের ভুগতে হচ্ছে। কঠিন অসুখ বাসা বাঁধছে। গোটা বিশ্বের সামনে দিল্লি একটি ওয়েক আপ কল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ধোঁয়াশার চাদরে দিল্লি কীভাবে গ্যাস চেম্বার হয়ে উঠল?


দূষণ রুখতে এখনই কোনও কঠোর পদক্ষেপ না নেওয়া হলে, দিল্লির মতোই অবস্থা হবে আরও অনেক শহর, দেশের। আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে UNICEF। রেকর্ড বায়ুদূষণের জেরে, দীপাবলীর পর থেকেই ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে যায় দিল্লি। কার্যত গ্যাস চেম্বার হয়ে ওঠে দেশের রাজধানী। দিনের পর দিন বাধ্য হয়ে গৃহবন্দি থাকতে হয় শহরবাসীকে। বেরোলেও মুখোশ পরা বাধ্যতামূলক।