Budget 2019: আয়করে নিরাশ মধ্যবিত্ত, গৃহঋণের সুদে স্বস্তি
বিপুল জয়ের পর পূর্ণাঙ্গ বাজেটে আয়করে সুরাহা দিতে পারলেন না প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: আয়করে হারে কোনও পরিবর্তন নেই। অন্তর্বর্তী বাজেটে ৫ লাখ টাকা পর্যন্ত আয়ে রিবেট ঘোষণা করেন পীযূষ গোয়েল। তবে, করের হারে তিনি পরিবর্তন করেননি। অর্থাত্, করযোগ্য আয় ৫ লাখের বেশি হলে প্রথম আড়াই লাখ টাকায় কর দিতে হবে না। তারপর থেকে আয়স্তর অনুযায়ী ৫, ২০ ও ৩০% হারে কর দিতে হবে। মধ্যবিত্ত আশা করেছিল, বিপুল জয়ের পর পূর্ণাঙ্গ বাজেটে আয়করে আরেকটু সুরাহা দিতে পারেন প্রধানমন্ত্রী। কিন্তু, বাস্তবে তা হল না।
২.৫ লক্ষ টাকা - কোনও কর লাগবে না।
২,৫০,০০০-৫,০০,০০০: করের হার ৫% (ফেরতযোগ্য)।
বার্ষিক ২-৫ কোটি টাকা পর্যন্ত আয়ের ব্যক্তিদের অতিরিক্ত ৩ শতাংশ সারচার্জ দিতে হবে। বছরে ৫ কোটি টাকার উপরে আয় হলে দিতে হবে ৭ শতাংশ সারচার্জ।
তবে এতদিন গৃহঋণের সুদের ওপর করছাড় মিলত ২ লক্ষ টাকা। এবার বাজেটে সেই ছাড় বেড়ে হল সাড়ে তিন লক্ষ টাকা। ৪৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ির দামে, গৃহঋণের সুদে বাড়তি দেড় লক্ষ টাকা করছাড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৪৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে ১৫ বছরের মেয়াদে ৮.৫% সুদের হারে মাসিক কিস্তি পড়ে ৪৪ হাজার ৩১৩ টাকা। আসল বাদ দিয়ে প্রথম বছরে শুধুমাত্র সুদ বাবদ দিতে হয় ৩ লক্ষ ৭৬ হাজার ৫৪৬ টাকা। অর্থমন্ত্রীর ঘোষণায় ১৫ বছরের মেয়াদ শেষে মোট ৭ লক্ষ টাকা করছাড় মিলবে।
আরও পড়ুন- বাজেট উন্নয়নমুখী, নাগরিকবান্ধব ও ভবিষ্যত দিশারি, প্রশংসায় প্রধানমন্ত্রী