জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অষ্টম বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ১ ফেব্রুয়ারি, শনিবার তিনি বাজেট ২০২৫ পেশ করবেন। এই কেন্দ্রীয় বাজেটটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ আর্থিক বাজেট। উল্লেখযোগ্যভাবে, বাজেটের ঘোষণার দিন ব্যবসায়িক সুবিধার্থে স্টক এক্সচেঞ্জ তাদের উইকলি অফ হওয়া সত্ত্বেও দিনটিতে কাজ করবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Maha Kumbh Stampede 2025: 'কুম্ভমেলায় কেউ আসবেন না'! এই ভিডিয়ো বানিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু মা-মেয়ের...


সূত্রের খবর, এবারের বাজেটে সুখবর থাকছে ইপিএফও স্কিমের পেনশন ভোগীদের জন্যে। প্রথমত বাড়ানো হচ্ছে ইপিএফের নূন্যতম পেনশন, দ্বিতীয়ত মূল পেনশনের সঙ্গে ডিএ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে খবর। তবে বলা হচ্ছে, নতুন কর ব্যবস্থায় সরকার কিছু ছাড় ঘোষণা করতে পারে। বিশেষজ্ঞরা ২০২৫ সালের বাজেটে HRA, ধারা 80C ট্যাক্স ডিডাকশন এবং ১ লাখ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর দাবি করছে। 


কিন্তু এত যে বাজেট নিয়ে ভাবছেন জানেন কি এই শব্দের অর্থ? "বাজেট" শব্দের উত্সটি ফরাসি শব্দ "বউজেট" থেকে উদ্ভূত, যার অর্থ "লিটল ব্যাগ", যা ১৫ ম শতাব্দীতে ইংরেজি ভাষায় প্রবেশ করেছিল। সূত্রের খবর, ইংল্যান্ডের প্রাক্তন অর্থমন্ত্রী স্যার রবার্ট ওয়ালপোলের পরে "বাজেট" শব্দটি ব্যাপক ব্যবহার করেছিলেন, ১৭৩৩ সালে সংসদে তার বাজেটের প্রস্তাবগুলি উপস্থাপন করে, তাদের একটি ছোট ব্যাগে নিয়ে যায়।


বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দিয়েছিলেন, "এটিতে আপনার প্রয়োজনীয়তার জন্য বাজেট রয়েছে।" এরপরই এই শব্দটি ইতিহাসে স্থান পেয়েছিল। ভারতীয় সংবিধান আশ্চর্যজনকভাবে "বাজেট" শব্দটির স্পষ্টভাবে উল্লেখ করে না। পরিবর্তে, অনুচ্ছেদ ১১২ সরকারের আনুমানিক ব্যয় এবং অনুমানিত রাজস্বের বার্ষিক উপস্থাপনা বর্ণনা করতে "বার্ষিক আর্থিক বিবৃতি" শব্দটি ব্যবহার করে। 



আরও পড়ুন, Marriage Between Two Hindus: 'দুই হিন্দুর মধ্যে বিয়ে পবিত্র, এক বছরের মধ্যে ডিভোর্স হবে না', নির্দেশ হাইকোর্টের!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)