উপকৃত হবেন কৃষকরা, অত্যাবশকীয় পণ্য আইন সংশোধনে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার
জাভরেকর বলেন, এর আগে কোনও চাষি বা ব্যবসায়ী কৃষিপণ্য একটা সীমার বাইরে মজুত করতে পারতেন না। এবার ওই ফসল মজুত করতে পারবেন।
নিজস্ব প্রতিবেদন: কৃষক ও কৃষিক্ষেত্রে উন্নতির লক্ষ্য ৩টি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাশাপাশি মন্ত্রিসভা আজ কলকাতা পোর্ট ট্রাস্টের নাম বদল করে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ট্রাস্ট করার ব্যাপারে অনুমোদন দিয়ে দিল। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর।
আরও পড়ুন-পঙ্গপাল আতঙ্ক এবার ঝাড়গ্রামে! বিঘের পর বিঘে ফসল সাবাড় পতঙ্গদলের
প্রধানমন্ত্রীর মোদীর নেতৃত্ব আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার ওই বৈঠকে মোট ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৩টি কৃষি ও কৃষকদের উন্নতি সংক্রান্ত। জাভরেকর সাংবাদিকদের বলেন, অত্যাবশকীয় পণ্য আইন সংশোধন করছে সরকার। এতে দেশের কৃষকরা উপকৃত হবেন। এর ফলে দেশের কৃষকরা বেশি দামে নিজের ইচ্ছে মতো দাম বুঝে তাদের পণ্য বিক্রি করতে পারবেন। পাশাপাশি অত্যাবশকীয় পণ্য আইনের বাইরে রাখা হয়েছে, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ও দানা শষ্যকে।
জাভরেকর বলেন, এর আগে কোনও চাষি বা ব্যবসায়ী কৃষিপণ্য একটা সীমার বাইরে মজুত করতে পারতেন না। ফলে বেশি ফসল হলে তা নামমাত্র দামে বিক্রি করে দিতে হতো। এবার ওই ফসল মজুত করতে পারবেন। এতে তাদের কোনও জরিমানা দিতে হবে না।
আরও পড়ুন-নায়কুর পর 'ফৌজি ভাই!' সেনার গুলিতে খতম জইশের বড় মাথা
এদিকে, মজুত করার সীমা বাড়ালে ফসলের কালোবাজারি বাড়বে। কিন্তু সরকারের বক্তব্য, সেক্ষেত্রেও কিছু শর্ত রাখা হচ্ছে। কোনও কৃষি পণ্যের দাম বেড়ে গেলে তা মজুত করার সীমাও কমিয়ে দেওয়া হবে। একইভাবে যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় বা দুর্বিক্ষের ক্ষেত্রে এই নিয়মের বদল হবে।