নাগরিকত্ব সংশোধনী বিল:লোকসভায় জবাবি ভাষণে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহর
র্মের ভিত্তিতে দেশ ভাগ করে কংগ্রেস। সেই কারণেই এই বিল আনতে হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন : লোকসভায় পেশ নাগরিকত্ব সংশোধনী বিল। সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় CAB। সব প্রশ্নের জবাবে তৈরি সরকার। বললেন অমিত শাহ। জবাবি ভাষণে কংগ্রেসকে তীব্র আক্রমণ। বিরোধীদের সব যুক্তি ওড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধানের ধারা ১৪ এর পরিপন্থী কখনই নয়। জবাবি ভাষণে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে কংগ্রেস। সেই কারণেই এই বিল আনতে হচ্ছে। কেন দেশভাগ আটকায় নি কংগ্রেস। এই প্রশ্নও তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই বিল বৈষম্যমূলক নয়। শরনার্থী আর অনুপ্রবেশকারী কখনও এক নয়। উদ্বাস্তুরা অনুপ্রবেশকারী নয়। সংখ্যালঘুদেরও ভয়ের কোনও কারণ নেই বলে জানান অমিত শাহ।
পাশাপাশি অমিত শাহ জানিয়ে দেন, উত্তর-পূর্ব ভারতের মানুষজনের এতো চিন্তার কোনও কারণ নেই।
আরও পড়ুন - 'বাংলায় এনআরসি হবে না, হবে না, হবে না', লোকসভায় CAB নিয়ে বিতর্কে বললেন অভিষেক