ওয়েব ডেস্ক : গাড়ি, মোটর সাইকেলের মালিকরা না অভুক্ত থাকেন না। তাই বাড়তি করের টাকা দিতে তাদের সমস্যা হবে না। অথচ, সেই বাড়তি টাকা দিয়ে সাধারণ গরিবদের সাহায্য করা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী অ্যালফোন্স জোশেপের এই মন্তব্যকে নিয়ে এবার কড়া সমালোচনা করল কংগ্রেস। তাদের বক্তব্য, অত্যন্ত দায়ীত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম প্রায় ৫০ শতাংশ কমে গেছে, তখনও ভারতে সেই দাম ক্রমাগত বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বিরোধীরা যখন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখোর, ঠিক তখনই অ্যালফোন্সের এই মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হল।


আরও পড়ুন- জিএসটি-র অধীনে এলেই পেট্রোলের দাম হবে ৩৮ টাকা, দাবি মন্ত্রীর


কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর বক্তব্য, ''যারা একটি গাড়ি বা মোটরসাইকেল কিনতে পারেন, তাঁরা আর যাই হোক অভুক্ত নন। তাই তাঁরা বর্ধিত হারে কর দিতেই পারেন।'' তাঁর আরও বক্তব্য, ''যে টাকা কর বাবদ আয় হচ্ছে, তা আগের সরকারের মতো চুরি হচ্ছে না। তাই দেশের ৩০ শতাংশ মানুষ যারা দু'বেলা খেতে পান না তাদের জীবন ধারনের মানোন্নয়নে সেই টাকা খরচ করার প্রকল্প রয়েচে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।''


এদিকে, প্রাক্তন কেন্দ্রীয় পেট্রেলিয়াম মন্ত্রী বীরাপ্পা মৈলি অ্যালফোন্সের এই মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর বক্তব্য, ''একজন দায়ীত্ববান মন্ত্রীর এহেন বক্তব্য তাঁর দায়ীত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে।''