জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবিবাহিত যুগলদের নিশ্চিন্ত ঠিকানা ছিল ওয়ো রুম। কিন্তু সেই সোনালী দিন কি এবার শেষ হতে চলেছে! এখন থেকে অবিবাহিত যুগলদের আর রুম দেবে না ওয়ো। এবার ওয়ো রুম বুক করতে গেলে অবিবাহিত যুগলদের দিতে হবে সম্পর্কের প্রমাণপত্র। সংবাদসংস্থার খবর অনুযায়ী এমনই এক নির্দেশিকা চালু হয়েছে যোগী রাজ্যের মেরঠে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'একজন ভারতীয় বলেই...' যাঁর নামে ট্রফি তিনিই শেষে ব্রাত্য! ক্ষোভে ফুঁসছেন গাভাসকর


সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওয়োর কাছে অনেক আগে থেকেই এনিয়ে আপত্তি আসছিল। বিশেষকরে বিভিন্ন সামাজিক মাধ্য়মের তরফে অবিবাহিত যুগলদের রুমে দেওয়ার ব্যাপারের বিরোধিতা করা হচ্ছিল। ফলে এখন থেকে ওয়েবসাইট থেকে ওয়ো রুম বুক করতে গেলে সেখানেই সম্পর্কের প্রমাণপত্র আপলোড করতে হবে।


ওয়োর উত্তর ভারতের হেড পবন শর্মা সংবাদমাধ্য়মে বলেন, নিরাপদ ও দায়িত্বপূর্ণ আতিথেয়তার পক্ষে ওয়ো। আমরা যেমন ব্যক্তি স্বাধীনতার পক্ষে তেমনি আবার আইন ও সামাজিক সংগঠনগুলির মতাদর্শেরও পক্ষে। আমরা আমাদের নিয়মকানুন নিয়ে আরও পর্যালোচনা করব।


ওয়ো রুমের জনপ্রিয়তার প্রধান কারণই হল অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্র। তাই ২০১৩ এই  ওয়ো রুম চালু হওয়ার পরপরই এটি দ্রুত জনপ্রিয় হয়ে যায়। দেশের আইনে অবিবাহিত যুগলরা হোটেল রুমে থাকতে পারেবন না এমনটা নয়। কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কারণে হোটেলে তাদের একই রুম দেওয়া হয় না।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)