নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচনের পর উত্তর প্রদেশের পুর-নির্বাচনেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুসারে, অযোধ্যা, বারাণসী, গোরক্ষপুর, আগরা ও লখনউয়ের মতো শহরের পুরসভার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপিই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সমীক্ষার ইঙ্গিত, ১৫টি পুরসভাই জিততে চলেছে যোগী আদিত্যনাথের দল। তা সত্যি হলে বিরোধীদের ফিরে আসার লড়াই মুখ থুবড়ে পড়বে।  



লখনউ পুরসভা 


বিজেপি - ৪০ শতাংশ 


বিএসপি - ১৩ শতাংশ


এসপি - ২৭ শতাংশ


কংগ্রেস- ১৮ শতাংশ


অন্যান্য - ১ শতাংশ 


আগরা পুরসভা
বিজেপি - ৫২ শতাংশ 


বিএসপি - ২৭ শতাংশ


এসপি - ১২ শতাংশ


কংগ্রেস- ৪ শতাংশ


মথুরা-বৃন্দাবন পুরসভা


বিজেপি- ৫০ শতাংশ


এসপি- ৭ শতাংশ


কংগ্রেস- ১৩ শতাংশ


বিএসপি- ২১ শতাংশ


ঝাঁসি পুরসভা


বিজেপি - ৪৬ শতাংশ


বিএসপি - ২৩ শতাংশ


এসপি - ৯ শতাংশ


অযোধ্যা পুরসভা 
 


বিজেপি - ৪৮ শতাংশ


সপা- ৩২ শতাংশ


বিএসপি- ১৭ শতাংশ


কংগ্রেস- ২ শতাংশ   


কানপুর পুরসভা
 


বিজেপি- ৩৪ শতাংশ 


 


গোরক্ষপুর পুরসভা


বিজেপি - ৪৫ শতাংশ


বিএসপি - ১১ শতাংশ


এসপি - ২২ শতাংশ


কংগ্রেস - ১০ শতাংশ


অন্যান্য - ১১ শতাংশ


বারাণসী পুরসভা
 


বিজেপি- ৪৫ শতাংশ


এসপি-  ১৬ শতাংশ


বিএসপি - ২৪ শতাংশ


কংগ্রেস- ৯ শতাংশ 


অন্যান্য- ৪ শতাংশ 


মেরঠ পুরসভা


বিজেপি- ৪৭ শতাংশ


এসপি- ১৬ শতাংশ


বিএসপি- ২৪ শতাংশ


কংগ্রেস- ৯শতাংশ
অন্যান্য- ৪ শতাংশ



সহারানপুর পুরসভা


বিজেপি- ৩৭ শতাংশ


বিএসপি- ২৭ শতাংশ


কংগ্রেস-১৩ শতাংশ


অন্যান্য- ৩০ শতাংশ


মোরদাবাদ পুরসভা


বিজেপি- ৩৪ শতাংশ


বিএসপি- ৩ শতাংশ


কংগ্রেস- ১১ শতাংশ


ফিরোজাবাদ পুরসভা
 


বিজেপি- ৩৪ শতাংশ


বিএসপি- ৩ শতাংশ


কংগ্রেস - ১ শতাংশ


গাজিয়াবাদ পুরসভা


৫০ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন বিজেপির মেয়র পদপ্রার্থী আশা শর্মা। 


বিএসপি- ১৭ শতাংশ


এসপি- ৫ শতাংশ


অন্যান্য- ১৩ শতাংশ


বরেলি পুরসভা
 


বিজেপি ৪৯ শতাংশ 


সপা ২০ শতাংশ


বিএসপি ৯ শতাংশ


কংগ্রেস ১৮ শতাংশ


এলাহাবাদ পুরসভা



এই পুরসভাতেও জিততে চলেছে বিজেপি। 



আলিগড় পুরসভা 


বিজেপি ৪৬ শতাংশ


এসপি ২৪ শতাংশ


বিএসপি ২৪ শতাংশ


কংগ্রেস ৩ শতাংশ


বুথফেরত সমীক্ষা মিলে গেলে ২০১৯ সালের আগে দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপির জমি আরও শক্ত হবে। 


*তথ্যসূত্র- এবিপি - সি ভোটার



আরও পড়ুন- মানচিত্র বিভ্রাটে কেঁচো খুঁড়তে কেউটে, পর্ষদ ও তৃণমূলের যোগ?