ওয়েব ডেস্ক: সমালোচনার মুখ পড়ে শেষপ‌র্যন্ত লখনউয়ে হজ হাউসের পুরনো রং ফিরিয়ে আনল ‌যোগী সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার হজ হাউসের বাউন্ডারি ওয়াল গেরুয়া রঙ করে দেওয়া হয়। শনিবার সেটিকে আবার তার পুরনো সবুজ-সাদা রং ফিরিয়ে আনা হয়েছে। গোটা ঘটনার জন্য ঠিকাদারকেই দায়ি করেছেন রাজ্য হজ সমিতির সেক্রেটারি আর পি সিং।



আরও পড়ুন-অনুব্রতর বিরুদ্ধে রাইস মিল দুর্নীতির অভিযোগ মুকুলের, পাল্টা অনুব্রতর


রাজ্য হজ হাউসের রং গেরুয়া করে দেওয়াকে ভালোভাবে নেয়নি রাজ্যের মুসলিমরা। এনিয়ে তীব্র সমালোচনা করা হয় রাজ্যজুড়ে। নিন্দা করা হয় দার-উল-উলুম দেওবন্দও থেকেও। প্রসঙ্গত, মক্কায় হজে ‌যাওয়ার আগে এখানেই বিশ্বাম বা অন্যান্য নথিপত্র সংক্রান্ত কাজকর্ম করেন ‌হজ‌যাত্রীরা।



উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশের প্রধান প্রশাসনিক কা‌র্যালয় লালবাহাদুর শাস্ত্রী ভবনেও গেরুয়া রং করে ফেলা হয়েছে। রাজ্যের ১০০ প্রাথমিক স্কুলেও গেরুয়া রং করা হয়েছে। উত্তরপ্রদেশে স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের ৫০টি বাস ও বেশকিছু থানাতেও গেরুয়া রং লাগানো হয়েছে। তবে হজ হাউসে রং করেই বড় ধাক্কা খেল ‌যোগী সরকার।