ওয়েব ডেস্ক: বিপুল টাকার বিনিমনে নাকি এক খালিস্তানি জঙ্গিকে জেল থেকে পালাতে সাহা‌য্য করেছিলেন উত্তর প্রদেশ পুলিশের এক আইজি পদম‌র্যাদার অফিসার। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে এমনটাই অভি‌যোগ করেছে পঞ্জাব পুলিশ। এনিয়ে তদন্তের আদেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ‌যোগী আদিত্যনাথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্জাব পুলিশের অভি‌যোগ, উত্তর প্রদেশের আইজি পদে কর্মরত এক আধিকারিক ৪৫ লাখ টাকার বিনিময়ে কুখ্যাত খালিস্তানি জঙ্গি গোপী ঘনশ্যামপুরকে নাভাকে জেল থেকে পালিয়ে ‌যেতে সাহ‌া‌য্য করেছিলেন। এনিয়ে পঞ্জাব পুলিশের পক্ষ থেকে একটি অডিও টেপ উত্তরপ্রদেশ পুলিশকে দেওয়া হয়েছে। ওই অডিও টেপে দেখা ‌যায় প্রথমে ১ কোটি টাকা চেয়েছিলেন ওই আইপিএস অফিসার। পরে ৪৫ লাখ টাকায় রফা হয় বিষয়টি।


উল্লেখ্য, গত বছর নভেম্বরে নাভা জেল ভেঙে পালায় কুখ্যাত খালিস্তানি জঙ্গি গোপী। এদের মধ্যে ৬ জনকে পাঞ্জাব পুলিশ গত সপ্তাহে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। গোপীকে ১০ সেপ্টেম্বর শেষবার দেখা দিয়েছিল। কিন্তু তাকে গ্রেফতার করা ‌যায়নি। তবে গোপী সঙ্গীদের জেরা করে বিপুল টাকা লেনদেনের খবর খবর পায় পুলিশ।


আরও পড়ুন-মোদীর ভয়ে পাকিস্তানে চার বার আস্তানা বদলেছে দাউদ, জেরায় জানাল ভাই