নিজস্ব প্রতিবেদন: দু-দফায় দুরকমের টিকার ডোজ পেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি কোভিড টিকাকেন্দ্রে। প্রথমবার তাঁকে কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার তাঁকে দেওয়া হয়েছে কোভিশিল্ড। এমনই অভিযোগ তুললেন ওই ব্যক্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম উমেশ। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলারর বাসিন্দা। ইনি গ্রাম প্রধানের সঙ্গে কাজ করেন। জানা গিয়েছে, তিন বন্ধু  উমেশ,চন্দন কুশওয়াহা এবং আর্দালি মদন একসঙ্গে টিকা নিতে গিয়েছিলেন। প্রথম ডোজে তারা কোভ্যাক্সিন নেন। এরপর নির্দিষ্ট সময় পর তাঁরা টিকা নিতে যান। উমেশ টিকা নেওয়ার পরই তাঁদের নজরে আসে, টিকাটি আলাদা। তখন চন্দন ও আর্দালি টিকা নিতে চাননি।  


ঘটনায় শোরগোল বেঁধে মহারাজগঞ্জে। সেখানকার প্রধান মেডিক্যাল অফিসার একে শ্রীবাস্তব বলেছেন, 'এখনও ওই ব্যক্তি সুস্থ। যদিও এ রকম ঘটনা ঘটা উচিত নয়। ওই ব্যক্তির শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।’