নিজস্ব প্রতিবেদন: গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ, কৃষ্ণেন্দু রাই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত, জেল খেটেছেন ১৩ বছর, তিনি বিধায়ক মুখতার আনসারি। তাঁর দালিবাগ এলাকার দুটি অবৈধ বাড়ি ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে দিল যোগী প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইট করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার লিখেছেন, "গ্যাংস্টার মুখতার আনসারির অবৈধ সম্পত্তি ভেঙে  দিয়েছে উত্তর প্রদেশ পুলিস। অপরাধীরা হয় অপরাধ ছাড়বে নয়তো এই ধরনের কড়া সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকবে।"


সরকারি মুখপাত্র জানিয়েছেন, বাড়িগুলি তৈরি হয়েছিল পাকিস্তান চলে যাওয়া ব্যক্তিদের "নিষ্ক্রান্ত সম্পত্তিতে।" বাড়ি ভাঙার টাকা সংগ্রহ করা হবে তৎতসহ একটি মামলা দায়ের হবে। তবে তিনি এই বিষয়ও স্পষ্ট করে দিয়েছেন যে লখনউ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে এই বাড়ির ম্যাপে অনুমতি দেওয়া হয়নি।


এখনও মৌ বিধানসভার বিধায়ক মুখতার।  বহুজন সমাজ পার্টির টিকিটে পাঁচ বারের বিধায়ক তিনি। কয়েকদিন আগেই মুখতারের সঙ্গীদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল উত্তর প্রদেশ পুলিস। বাতিল করা হয়েছিল তাঁর গাজীপুরের সঙ্গীদের অস্ত্রের লাইসেন্সও।


আরও পড়ুন: শত্রুর ঘুম কেড়ে নিতে গড়ে উঠছে নতুন এয়ার ডিফেন্স কমান্ড