`দেখুন কীভাবে রাতের অন্ধকারে আমাদের সংখ্য়ালঘু সেলের চেয়ারম্যানকে তুলে নিয়ে গিয়েছে` বিস্ফোরক প্রিয়ঙ্কা
পুলিস আধিকারিক দিনেশ সিং জানিয়েছেন, পরিবর্তন চকের সিএএ প্রতিবাদ ঘটনায় নাম রয়েছে শাহনওয়াজের। উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বিজেপি শাসিত উত্তর প্রদেশ সরকার পুলিসকে "নির্যাতনের হাতিয়ার" হিসেবে ব্যবহার করছে। দলের কর্মী শাহনওয়াজ আলমকে গ্রেফতারের বিরুদ্ধে এভাবেই কড়া সুরে বার্তা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।
একাধিক টুইট করে প্রিয়ঙ্কা পুলিসের প্রতিক্রিয়াকে দমনমূলক ও অগণতান্ত্রিক বলেছেন।
টুইট করে সারা ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ঘটনার ভিডিয়ো পোস্ট করে লিখেছেন," কংগ্রেস নেতা-নেত্রী ও কর্মীরা জনগণের সমস্যায় শোর তুলছেন, বিজেপি সরকার অন্য দলের আওয়াজ দমিয়ে রাখতে পারে না। পুলিসকে হাতিয়ার বানিয়ে কংগ্রেসকেও পারবে না। দেখুন কীভাবে রাতের অন্ধকারে আমাদের সংখ্য়ালঘু সেলের চেয়ারম্যানকে তুলে নিয়ে গিয়েছে।"
আরও পড়ুন: নভেম্বর পর্যন্ত মাসে মাথাপিছু ৫ কেজি চাল-গম পাবেন দেশের ৮০ কোটি মানুষ, ঘোষণা মোদীর
কংগ্রেস কর্মীরা পুলিসের লাঠি কিংবা মিথ্যা অভিযোগকে ভয় পায়না। প্রথমে আমাদের রাজ্য সভাপতিকে মিথ্যা অভিযোগে ৪ সপ্তাহ জেলে রাখল। এমন বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী।
শাহনওয়াজ আলমকে ১৯ ডিসেম্বরের সিএএ প্রতিবাদের ঘটনার সাপেক্ষে সোমবার গ্রেফতার করেছে পুলিস। পুলিস আধিকারিক দিনেশ সিং জানিয়েছেন, পরিবর্তন চকের সিএএ প্রতিবাদ ঘটনায় নাম রয়েছে শাহনওয়াজের। উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে।