নভেম্বর পর্যন্ত মাসে মাথাপিছু ৫ কেজি চাল-গম পাবেন দেশের ৮০ কোটি মানুষ, ঘোষণা মোদীর
গোটা দেশে এক রেশন কার্ডের ব্যবস্থা হচ্ছে। এতে লাভবান হবেন গরিব মানুষ। যারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে থাকেন তাদের সুবিধে হবে।
নিজস্ব প্রতিবেদন: আগামিকাল থেকে শুরু হচ্ছে আনলক-২। তার আগে আজ দেশবাসীকে করোনা মোকাবিলায় ফের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আগামী তিন মাস দেশের গরিব মানুষদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী।
আজ জাতির উদ্দেশে তাঁর ভাষণে মোদী বলেন-
** প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়িয়ে দেওয়া হল নভেম্বর পর্যন্ত। এই প্রকল্পে দেশের গরিব পরিবারের প্রতিটি সদস্যকে মাথাপিছু প্রতিমাসে ৫ কেজি গম বা চাল দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক পরিবারকে মাসে ১ কেজি ডাল দেওয়া হবে। এতে উপকৃত হবে দেশের ৮০ কোটি মানুষ। এর জন্য খরচ হবে ৯০ হাজার কোটি টাকা। গত তিন মাসে এই যোজনার খরচ যোগ করলে মোট খরচ দাঁড়াবে দেড় লাখ কোটি টাকা।
আরও পড়ুন-গালওয়ান থেকে সরতে হবে চিনকে, লাদাখে চরম উত্তেজনার মধ্যেই শুরু দু'দেশের কমান্ডার পর্যায়ের বৈঠক
Under PM Gareeb Kalyan Anna Yojana, Government will provide free ration to 80 crore poor brothers-sisters for next five months. Every member of the family will get 5 kg wheat or rice. Also, every family will get one kilogram whole chana per month, free of cost: PM Modi pic.twitter.com/sSOx5bnozK
— ANI (@ANI) June 30, 2020
** প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের গরিব মানুষদের এই সুবিধে দিতে পারছে কারণ এর পেছনে রয়েছেন দেশের পরিশ্রমী কৃষক ও আয়করদাতারা। তাঁদের আমি প্রণাম জানাচ্ছি।
Today, if the government is able to provide free food grains to the poor & the needy, the credit goes to two sections. First, the hardworking farmers of our country and second, the honest taxpayers. I thank you from my heart: PM Modi pic.twitter.com/sxrTc1DsZw
— ANI (@ANI) June 30, 2020
** গোটা দেশে এক রেশন কার্ডের ব্যবস্থা হচ্ছে। এতে লাভবান হবেন গরিব মানুষ। যারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে থাকেন তাদের এতে সুবিধে হবে।
Under PM Garib Kalyan Yojana, we announced a package of Rs. 1.75 lakh crore. In the last 3 months, Rs. 31,000 crore deposited in bank accounts of 20 crore poor families. Also, Rs. 18000 crore deposited in bank accounts of more than 9 crore farmers: PM pic.twitter.com/cEL8TWN4gx
— ANI (@ANI) June 30, 2020
** গরিব, পীড়িত ও শোষিতদের জন্য কাজ করবে কেন্দ্র।
During lockdown, rules were strictly abided by. Now, govts, local administration and citizens again have to show similar caution. We need to have a special focus on containment zones. If you see someone flouting norms, tell them to not do so: PM Modi #COVID19 pic.twitter.com/vP9pRao83j
— ANI (@ANI) June 30, 2020
** আত্মনির্ভর ভারতের জন্য কাজ করব। লোকাল এর জন্য ভোকাল হব। এর জন্য দেশবাসীকে সংকল্পের সঙ্গে কাজ করতে হবে।
** গত ৩ মাসে গ্রামীণ এলাকার ২০ কোটি পরিবারকে ৩১,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
** আনলক হওয়ার পর মানুষের মধ্যে একটা গাছাড়া ভাব দেখা যাচ্ছে। এটা চলবে না। করোনা কনটেনমেন্ট এলাকায় আমাদের আরও গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন-আর লাইনে দাঁড়ানো নয়, এবার থেকে অনলাইনেই মেট্রো স্মার্টকার্ড রিচার্জ
** আমরা আনলক-২ দশায় প্রবেশ করতে যাচ্ছি। এখন সর্দি-কাশির সময়। সবাইকে তাই সাবধানে থাকতে বলছি।
** ঠিক সময়ে লকডাউন করা হয়েছিল তাই দুনিয়ার অন্যান্য দেশের তুলনার ভারতের অবস্থা অনেকটাই ভালো।