সংবাদ সংস্থা: রক্ষকই ভক্ষক! ৬ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল উত্তর প্রদেশের এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে।  উত্তরপ্রদেশের রামপুর জেলায় পুলিস চেকপোস্টের কাছে ঘটনাটি ঘটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, ভনওয়ার্কা গ্রামে একটি চেক পোস্টের কাছে খেলা করছিল মেয়েটি। সেখানে চেক পোস্টের দায়িত্বে ছিল সাব-ইন্সপেক্টর তেজবীর সিং। শিশুটিকে প্রলোভন দেখিয়ে চেক পোস্টরেই পুলিস স্টেশনে নিয়ে আসে তেজবীর। এরপর ওই খুদের উপর ঝাঁপিয়ে পড়ে ধর্ষণের চেষ্টা চালায় সে। মেয়েটির চিত্কারে ছুটে আসেন গ্রামবাসীরা। হাতেনাতে ধরে ফেলে তেজবীরকে।


আরও পড়ুন- গরবায় নাচ দেখায় দলিত ‌যুবককে পিটিয়ে খুন গুজরাতে


এরপর পুলিসের চেকপোস্ট ঘিরে বিক্ষোভ জানাতে শুরু করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে এসপি বিপিন টাডা উপস্থিত হন। সেখানেই গ্রেফতার করা হয় তেজবীরকে। ওই সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় মেয়েটির পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতে শিশুদের উপর যৌন হেনস্থা প্রতিরোধক আইন এবং ধর্ষণের চেষ্টা অভিযোগে তেজবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিস। মেয়েটিকে মেডিকেল পরীক্ষায় পাঠানো হয়েছে। পুলিসের কাছে এখনও সেই রিপোর্ট হাতে আসেনি বলে জানা গিয়েছে।


আরও পড়ুন- বাড়িতে শৌচালয় নেই, শ্বশুরমশাইকে থানায় টেনে নিয়ে গেলেন বৌমা!