UP Woman Judge: `আমাকে মরতে দিন`, প্রধান বিচারপতি চন্দ্রচুড়কে আর্ত আর্জি যোগীরাজ্যের মহিলা বিচারপতির
বান্দার মহিলা বিচারক প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে চিঠিতে এক জেলা জজ এবং তার সহযোগীদের দ্বারা যৌন হয়রানির অভিযোগ করেছেন যখন তিনি বারাবাঁকিতে ছিলেন। তিনি লিখেছেন, ‘দয়া করে আমাকে একটি মর্যাদাপূর্ণ উপায়ে আমার জীবন শেষ করার অনুমতি দিন। আমার জীবন - শেষ করতে দেওয়া হোক’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একটি খোলা চিঠি পাওয়ার পরে সেই বিষয়ে একটি রিপোর্ট চেয়েছেন। উত্তরপ্রদেশের একজন মহিলা বিচারককে তাঁরই একজন সিনিয়র যৌন হয়রানি করেছেন এমনই অভিযোগ করা হয়েছে সেই চিঠিতে এবং পাশাপাশি সেই চিঠিতে আত্মহত্যার অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়েছে। সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বান্দার মহিলা বিচারক প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে চিঠিতে এক জেলা জজ এবং তার সহযোগীদের দ্বারা যৌন হয়রানির অভিযোগ করেছেন যখন তিনি বারাবাঁকিতে ছিলেন। তিনি লিখেছেন, ‘দয়া করে আমাকে একটি মর্যাদাপূর্ণ উপায়ে আমার জীবন শেষ করার অনুমতি দিন। আমার জীবন - শেষ করতে দেওয়া হোক’।
ব্যাপকভাবে প্রচার হওয়া এই চিঠিতে তিনি বলেন, ‘আমি যৌন হয়রানির শিকার হয়েছি’।
আরও পড়ুন: Parliament security breach: জুতোর মধ্যে তৈরি গর্তে স্মোক বোমা! সংসদ হামলার হাড়হিম ষড়যন্ত্র
প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নির্দেশে, সুপ্রিম কোর্টের মহাসচিব অতুল এম কুর্হেকার এলাহাবাদ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি লিখে ওই মহিলা বিচারপতির সমস্ত অভিযোগের অবস্থা সম্পর্কে দ্রুত রিপোর্ট চেয়েছেন।
মহাসচিবকে গতকাল রাতে ফোনে জানানো হয়, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও খোলা চিঠির বিষয়টি নোট করেছেন।
মহিলা বিচারক তার চিঠিতে বলেছিলেন যে ২০২৩ সালের জুলাই মাসে তিনি হাইকোর্টের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে অভিযোগ দায়ের করার পরে তার অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে সেই তদন্তটি ‘প্রহসন’ বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি লেখেন, ‘তদন্তের সাক্ষীরা জেলা জজের অধস্তন। কমিটি কীভাবে সাক্ষীদের তাদের বসের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আশা করে তা আমার বোধগম্যতার বাইরে’।
আরও পড়ুন: Ayodhya Masjid: অযোধ্যায় হবে দেশের সবচেয়ে সুন্দর মসজিদ, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মক্কার ইমাম
তিনি বলেন যে তিনি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য তদন্তের আওতায় থাকা বিচারকের বদলির অনুরোধ করেছিলেন, কিন্তু তার আবেদন সুপ্রিম কোর্ট ‘মাত্র আট সেকেন্ডে’ খারিজ করে দিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘আমি শুধু অনুরোধ করেছিলাম যে তদন্তের আওতায় থাকা জেলা জজকে বদলি করা হোক। ন্যূনতম প্রার্থনার প্রতিও মনোযোগ দেওয়া হয়নি’।
দুই পাতার এই চিঠিতে বলা হয়েছে, ‘আমার আর বাঁচার কোনও ইচ্ছা নেই। গত দেড় বছরে আমি একটি মৃতদেহে পরিণত হয়েছি। এই প্রাণহীন দেহটিকে আর বয়ে নিয়ে যাওয়ার কোনও উদ্দেশ্য নেই। আমার জীবনের আর কোনও উদ্দেশ্য বাকি নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)