নিজস্ব প্রতিবেদন: গণনার শুরুতেই গেরুয়া ঝড়। প্রাথমিক প্রবণতায় দেখা গিয়েছে, এক ঝটকায় ৩০০ পার করেছে এনডিএ। কার্যত ধস নেমেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সপা-বসপা-র ভোট ব্যাঙ্কে। সিপিএম কার্যত শূন্য। এই পরিপ্রেক্ষিতে চার রাজ্যের বিধানসভা নির্বাচনে উলটো দৃশ্য দেখা গেল। অন্ধ্র প্রদেশে ১৭৫টি আসনে ওয়াইএসআর কংগ্রেস ইতিমধ্যেই এগিয়ে ১১৭টিতে। তেলুগু দেশম পার্টি মাত্র ২৫টি আসনে এগিয়ে রয়েছে। লোকসভা নির্বাচনে জগন্মোহন রেড্ডির দল ২৫টির মধ্যে ২৪টি এগিয়ে। মাত্র একটিতে এগিয়ে রয়েছেন চন্দ্রবাবু নায়ডু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ওড়িশায় আরও এক বার বিজু জনতা দলের দারুণ ফলের প্রবণতা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ১৪৬টি  বিধানসভা আসনে ৪৬টিতে এগিয়ে রয়েছে। বিজেপি তাদের ভোট ব্যাঙ্ক বাড়াতে পেরেছে। এখনও পর্যন্ত ১৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ভোট শতাংশ নিরিখে দেখা যাচ্ছে, কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে বিজেপি। এখনও পর্যন্ত ৬৬ আসনের প্রবণতা জানা যাচ্ছে। ২০১৪ সালে ১১৭টি আসন পেয়েছিল নবীন পট্টনায়েকের দল। ১৪ আসন বাড়াতে পেরেছিল।


আরও পড়ুন- মোদী না মহাজোট? এবার কার সরকার? আজ স্পষ্ট হবে জনাদেশ


অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ৬০টি আসনের ১২টির প্রবণতা জানা যাচ্ছে। এর মধ্যে ১০টিতে এগিয়ে বিজেপি। এখনই ৫০ শতাংশ ভোট মিলেছে বলে জানা যাচ্ছে। ২০১৪ সালে কংগ্রেসের ৪২ আসন মিলেছিল। এখনও পর্যন্ত কংগ্রেসের কোনও আসনে এগিয়ে থাকার খবর মেলেনি। ২০১৪ সালে বিজেপি পায় ১১টি। পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) ৫ আসন পায়।