নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কথা ভেবে বড়সড় ঘোষণা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের খরচে বিদ্যুতের বিল দিতেই হবে না দিল্লিবাসীকে! এখানেই শেষ নয়! ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে মিলবে ৫০ শতাংশ সরকারি ভর্তুকিও। আগস্টের শুরু থেকেই এই ঘোষণা কার্যকর হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্য সরকারের ‘ফ্রি লাইফলাইন ইলেক্ট্রিসিটি’ প্রকল্পের আওতায় এই বিশেষ সুবিধা পাবেন দিল্লিবাসীরা। রাজ্য সরকারের দাবি, প্রকল্পের আওতায় দিল্লির প্রায় ৩৩ শতাংশ মানুষ বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাবেন। এই সিদ্ধান্তকে তাই ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলেই ব্যাখ্যা করেছে দিল্লি সরকার।


আরও পড়ুন: রাতারাতি বেঁচে উঠলেন ‘মৃত’ সাক্ষী, চপার দুর্নীতি মামলায় হাজিরাও দেবেন তিনি



একটি সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, “এ বার কেউ আর বলতে পারবেন না, ভিআইপি ও রাজনৈতিক নেতারাই সব সুবিধা পান।” রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া টুইট করে জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে দিল্লির লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। শিক্ষা, স্বাস্থ্যের সুবিধার পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিদ্যুতের সুবিধাও প্রয়োজন।